দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

Biswas Riya

জীবনে অনেক পুরস্কারই পেয়েছেন বিগ বি। এবার তার সাথে যোগ হতে চলেছে আরও একটি পুরস্কার। দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। মঙ্গলবার বিগবি-কে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটারে লেখেন, ‘গত দুই প্রজন্মের মানুষের মনোরঞ্জন করেছেনযে লেজেন্ড, তাঁকেই দাদাসাহেব ফালকে সম্মানের জন্য নির্বাচন করা হয়েছে। দেশের প্রতিটি মানুষ খুশি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, অমিতজি।’

ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ফিল্মজগতের বিশিষ্টদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার চালুহয়েছে। সত্যজিৎ রায়, রাজ কপূর, গুলজার, বিনোদ খন্নার মতো কিংবদন্তীদের এর আগে ওই সম্মান প্রদান করা হয়েছে।

এবার সেই সম্মান পেলেন বিগবি। সেই সত্তরের দশক থেকে আজ অবধি ফিল্মি দুনিয়ায় অপরিসীম অবদানের জন্য ভারত সরকার এবারে বেছে নিয়েছে অমিতাভ বচ্চনকে।

বচ্চন কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন; তন্মধ্যে রয়েছে ৪টি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় পুরস্কার এবং ১৫টি সহ একাধিক গুপুরস্কার রুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। ফিল্মফেয়ারে অভিনয়ের জন্য প্রদত্ত পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য , চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে। তিনি গেম শো ফ্র্যাঞ্চাইজহু ওয়ানটস টু বি আ মিলিওনিয়ার র ভারতীয় সংস্করণ কোন বানেগা ক্রোড়পতি  অনুষ্ঠানের কয়েকটি মৌসুমের সঞ্চালনা করেন। ১৯৮০-এর দশকে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন।

তবে এই প্রথমবার নয়। পদ্মভূষণ, পদ্মশ্রী আগেই পেয়েছিলেন তিনি। এবার মুকুটে যোগ হল আরও একটি পালক।

 

 

 


Find Out More:

Related Articles: