ফার্স্ট ডে-তেই হিট 'মিশন মঙ্গল'

frame ফার্স্ট ডে-তেই হিট 'মিশন মঙ্গল'

GHOSH ARPAN

খিলাড়ি অক্ষয় কুমার আবার হিট। প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিল অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসি পান্নু অভিনীত মিশন মঙ্গল। প্রথম দিন মানে ১৫ অগাস্ট ২৭-২৮ কোটি টাকা আয় করেছে এই ছবি। ইসরোর মঙ্গল মিশন নিয়ে এই ছবি তৈরি হয়েছিল। অন্যদিকে সত্য ঘটনা অবলম্বনে বাতলা হাউজ সেই পরিমান রোজগার করতে পারেনি। জানা গিয়েছে প্রথম দিনে ১৩-১৪ কোটি টাকা আয় করেছে এই ছবি।

 

অন্যদিকে, স্ক্রিণে বাহুবলী আর দেবসেনার রসায়ন এখনও আকৃষ্ট করে রেখেছে দর্শকদের। তাঁদের রসায়ন দেখে বাস্তবে তাঁদের মধ্যে কোনও সমন্পর্ক নেই এটা যেন এখনও কেউ বিশ্বাস করতে চাইছেন না। যদিও এই সম্পর্ক নিয়ে জল্পনা বাহুবলী সিনেমার অনেক আগে থেকেই চর্চিত ছিল। তবে বাহুবলীর পর সেটা অন্য মাত্রায় পৌঁছেছে। তবে দু’জনের কেউ কোনওদিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। ‘কফি উইথ করণ’ শোয়ে প্রভাসকে যখন এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তখন প্রভাসের হয়ে কথার উত্তর দিয়েছিলেন ভল্লালদেব তথা রানা দগ্গুবতি এবং রাজামৌলি। তবে এতো কিছুর পর ‘বাহুবলী’ প্রভাস ‘দেবসেনা’ অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন। সাহু’র প্রমোশনে এসেও তাঁকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। অবশেষে একটি ইন্টারভিউতে প্রভাস জানিয়েছেন, অনুষ্কা আর তিনি দু’জনে তাঁরা খুবই ভালো বন্ধু। বন্ধু ছাড়া তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই।  অন্য কোনও সম্পর্ক থাকলে কেউ না কেউ তাঁদের ডেট করতে দেখতে পেতেন না কি ? এমন কথাই বলেছেন প্রভাস। তবে স্ক্রিণের মতো বাস্তবেও তাঁদের দু’জনকে দেখতে অনেকেই আশাবাদী। এখন দেখার সময় কী বলে!



Find Out More:

Related Articles:

Unable to Load More