সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিলো ‘নগরকীর্তন’

Biswas Riya

চিরাচরিত প্রথা ভাঙ্গার গল্প।সেই গল্প নিয়েই ছবি।সেই ছবি মুক্তি পেতেই পুরো দেশ সাধুবাদ জানিয়েছিল।ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছিল। জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে কামাল দেখিয়েছিল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘নগরকীর্তন’৷এইবার ‘সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে’ সম্মানিত হয়ে মুকুটে আরও একটি নতুন পালক জুড়ল ‘নগরকীর্তন’। এই চলচ্চিত্র উৎসবে মোট তিনটে পুরস্কার জিতল ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেন অভিনীত এই ছবি।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ‘সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে’ জায়গা করে নেওয়ার জন্য।তিনি লিখেছেন ,‘‘নগরকীর্তন ছবির জন্য সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ঋদ্ধি সেন। সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য পুরষ্কার পেয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্য়ায়। নগরকীর্তনের কাস্ট ও ক্রু-কে অভিনন্দন।’’

কলম্বো চলচ্চিত্র উৎসবেও সেরা ছবির পুরস্কার পেয়েছে এই ছবি।প্রসঙ্গত, নগরকীর্তন ছবিতে সমপ্রেমেকে গল্প তুলে ধরেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়। সুপ্রিম কোর্ট বেশ কিছুদিন আগে রায় দিয়ে দিয়েছে যে ৩৭৭ ধারা অবৈধ। সমকামী প্রেমকে স্বীকৃতি দিয়েছে শীর্ষ আদালত।এই ছবি নতুন দিশা দেখায়।

 

 

 

 


Find Out More:

Related Articles: