কাশ্মির উপত্যকায় বিশেষ বাহিনী;জঙ্গি দমনে করতে তৎপর সেনা!

Akash Paramanik

বেশ কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য ফিরেছে ভূস্বর্গ কাশ্মীরে। তবে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করছে কেন্দ্রীয় সরকার। গোয়েন্দারা আগাম সতর্ক করলেন। এর জেরেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড় উদ্যোগ সরকারের। সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে কাশ্মীর উপত্যকায়। এই বিশেষ বাহিনীর মধ্যে রয়েছে, সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, নৌবাহিনীর মেরিম কমান্ডো এবং ভারতীয় বিমান বাহিনীর গরুর বাহিনী।

কাশ্মীরে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ডিভিশনের অধীনে। যা রয়েছে ভারতীয় সেনার এক মেজর জেনারেলের অধীনে। সেনা মোতায়েন করা হয়েছে শ্রীনগর শহরকে ঘিরে। সংলগ্ন গ্রামীণ এলাকাতেও তা মোতায়েন করা হয়েছে। মার্কোস কমান্ডো মোতায়েন করা হয়েছে, উরাল লেক এলাকায় । কাশ্মীর উপত্যকায়। 

Find Out More:

Related Articles: