“আলোর পথে”র হাত ধরে এবার পূজোর আনন্দে মেতে উঠবে ওরাও

frame “আলোর পথে”র হাত ধরে এবার পূজোর আনন্দে মেতে উঠবে ওরাও

Paramanik Akash
মানুষ মানুষের জন্য। এই কথাকে পাথেয় করে পথ চলা শুরু করে হালিশহরের “আলোর পথে” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। হালিশহরের বুকে সংগঠনটি গড়ে উঠেছে মুষ্টিমেয় কিছু মানবিক মানুষের হাত ধরে। নিজেদের সামর্থ মতো সমাজের দুস্থ-গরিব মানুষের পাশে দাঁড়ানোই এদের মূল লক্ষ্য।
সেই মতো এবছর দেবীপক্ষের সূচনার দিন সংস্থার পক্ষ থেকে প্রায় ৫০ জন দুস্থ শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ২রা অক্টোবর সংস্থার পক্ষ থেকে এলাকার রিক্সা চালকদের নতুন জামা দেওয়া হবে বলে আমাদের জানিয়েছেন আলোর পথের অন্যতম কারিগর বাপ্পা সাহা। এছাড়াও আগামীতে এই সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা, এলাকার পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য কোচিং এবং কম্পিউটার ক্লাসের ব্যাবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।


Find Out More:

Related Articles:

Unable to Load More