‘অসমের বাঙালি মুসলিমদের বঞ্চিত করতে, একটা বড় অংশের মুসলিমকে রাষ্ট্রহীন করতে ; এনআরসিকে হাতিয়ার করা হয়েছে।’ : মার্কিন কমিশন

Akash Paramanik
জাতীয় নাগরিক পঞ্জীর নামে ভারতে এক বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলে মার্কিন সরকারের এক কমিশন অভিযোগ করেছে । এনআরসি-র নামে মুসলিমদের নিশানা করা হচ্ছে , তাদেরকে রাষ্ট্রহীন করার জন্য অসমে এনআরসি তালিকাকে হাতিয়ার করছে ভারত সরকার । শুক্রবার মোদী সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন(ইউএসসিআইআরএফ)।
উল্লেখ্য , এ বছর ৩১ অগস্ট মাসে সরকার অসমে নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায়, ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে তা থেকে। তা নিয়ে শুক্রবার ‘ইস্যু ব্রিফ: ইন্ডিয়া’ নামের একটি রিপোর্ট প্রকাশ করে ইউএসসিআইআরএফ। তাতে বলা হয়,‘বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তা প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় এবং আন্তর্জাতিক সংগঠন। মার্কিন কমিশনের মতে, অসমের বাঙালি মুসলিমদের বঞ্চিত করতে, একটা বড় অংশের মুসলিমকে রাষ্ট্রহীন করতে এবং ঘুরপথে ধর্মীয় পরিচয়কেই নাগরিকত্বের ক্ষেত্রে অপরিহার্য করে তোলার কার্যসিদ্ধির জন্যই এনআরসিকে হাতিয়ার করা হয়েছে।’
নীতি বিশ্লেষক হ্যারিসন একিন্সের তদারিকতে ওই রিপোর্টটি তৈরি করেছে ইউএসসিআইআরএফ। তাতে আরও হয়, ‘ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার যে ক্রমশ নিম্নমুখী হচ্ছে, সংখ্যালঘু মুসলিমদের বিতাড়ন করার এই প্রচেষ্টাই তার অন্যতম উদাহরণ। অগস্ট মাসে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপি সরকার এমন কিছু পদক্ষেপ করেছে, তাতে তাদের মুসলিম বিরোধী মনোভাবই প্রতিফলিত হয়েছে। মুসলিমদের বাদ দিয়ে হিন্দু এবং বাছাই করা কিছু সংখ্যালঘুদের সুবিধা করে দিতেই যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরীক্ষার আয়োজন, বিজেপির ইঙ্গিতেই তা স্পষ্ট।’’


Find Out More:

Related Articles: