উপকূলে জিইয়ে বসেছে বুলবুল; গতিবেগ ১২০!

Paramanik Akash

এখনও পর্যন্ত  উপকূলবর্তী এলাকা থেকে প্রায় দেড় লাখের বেশি মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সরাসরি কন্ট্রোল রুম থেকে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার মাঝ সমুদ্র থেকে উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ছে রাত সাড়ে আটটা নাগাদ। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫-১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়।  সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভূভাগে ঢুকে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় 'বুলবুল'। তবে সন্ধে থেকে প্রায় একই জায়গায় দাঁড়িয়ে বুলবুল এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ধীরে ধীরে পূর্বদিকে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ঝড়। তবে শক্তি হারালেও কলকাতা সহ পাঁচ জেলায় বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চল মৌসুনি দ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানায় তাণ্ডব চালায় বুলবলু। দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Find Out More:

Related Articles: