পৈলান গোষ্ঠীর কর্ণধারকে গ্রেফতার করল সিবিআই

Paramanik Akash
সিবিআইয়ে হাতে গ্রেফতার হলেন পৈলান গোষ্ঠীর কর্ণধার অপূর্ব সাহা । মঙ্গলবার সিবিআই অফিসে প্রায় তিন ঘন্টা ধরে ৫০০ কোটি টাকা প্রতারণার এক মামলায় জেরা করার পর তাকে সিবিআই গ্রেফতার করে ।তিনি তদন্তে সাহায্য করছে না বলে অভিযোগ করেছেন সিবিআই আধিকারিকরা।
এর আগে চলতি বছরেই পৈলান গ্রূপের অন্যতম কর্ণধারকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, রিয়েল এস্টেটের নাম করে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার অভিযোগ পৈলান গ্রূপের বিরুদ্ধে। তদন্তে নেমেছিল সিবিআই।
তদন্ত চলাকালীন সিবিআই আধিকারিকদের নজরে আসে, ওই গ্রূপের অন্যতম কর্ণধার পলাতক। গোপন সূত্রে সিবিআই খবর পায়, তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরছেন। এরপরই ফাঁদ পাতে সিবিআই। কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয় পৈলান গ্রুপের অন্যতম কর্ণধারকে।

Find Out More:

Related Articles: