আজ রাতের আকাশে দেখতে পাবেন সবচেয়ে ছোট চাঁদ

Paramanik Akash
আজ এমনি একটা দিন। যা আপনার জীবনের আসতে চলেছে সুবর্ন সুযোগ।আর এই সুযোগ বিগত ১৩বছর পর মিলছে।‌ আজ রাতের আকাশে দেখতে পাবেন সবচেয়ে ছোট চাঁদ দেখেছেন। এর আগে ২০০৬ সালের জানুয়ারি মাসে শেষ বার সবচেয়ে ছোট চাঁদ দেখা গিয়েছিল। আজ ফের দেখা যাবে মাইক্রো মুন।
আজ পূর্ণিমা শুরু হয়েছে সকাল ৭টা ৩৬ মিনিটে। আর পূর্ণিমা ছাড়বে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা ৩ মিনিটে। ফলে এই সময়ের মধ্যে চাঁদকে সব থেকে ছোট দেখাবে।
 বিজ্ঞানীরা বলছেন মাইক্রো মুনের ক্ষেত্রে কাল চাঁদ ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখাবে। কাল পূর্ণিমা। তাই আকাশ পরিস্কার থাকলে দেখা যাবে ক্ষুদ্রতম চাঁদকে।
উপবৃত্তাকার কক্ষপথের জন্য চাঁদ কখনও পৃথিবীর সামনে আসে, কখনও দূরে চলে যায়। সেই মতো শুক্রবার ১৩ সেপ্টেম্বর চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে চলে যাবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দু’লক্ষ ৫১ হাজার ৬৫৫ মাইল হলেই মাইক্রো ধরা হয়। এবার তার থেকেও আরও ৮১৬ মাইল দূরে থাকবে চাঁদ।


Find Out More:

Related Articles: