৭৭০ কোটি টাকা ব্যাঙ্ক জ্বালিয়াতির দায়ে মৃত্যুদণ্ড চেয়ারম্যানের!
তিনি বর্তমানে প্রাক্তন চেয়ারম্যান। কিন্তু তিনি যখন ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন, সেসময় ব্যাঙ্ক জ্বালিয়াতি করেন। তবে টাকা এক বা দুই কোটি নয় একেবারে ৭৭০ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে চিনে।
চিনের রিজিওন্যাল ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন জিয়াং জিয়াউন নামের ওই চেয়ারম্যান ৭৭০ কোটি টাকার ব্যাংক শেয়ার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়েছেন। আর্থিক অপরাধের শেষ, এখানেই নয় ভারতীয় মুদ্রায় ৬১ কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।
জিয়াংয়ের বিরুদ্ধে ব্যাঙ্ক জ্বালিয়াতি অভিযোগ প্রমাণ হওয়ায়, আর্থিক অপরাধের দায়ে আদালত সর্বোচ্চ সাজা দিয়েছে। তবে, একটি রক্ষাকবচও দিয়েছে আদালত। রিজিওন্যাল ব্যাংকের প্রাক্তন এই চেয়ারম্যান হাতে দু-বছর সময় পাবেন। এই দু-বছরের মধ্যে তিনি যদি আর কোনও আর্থিক অপরাধে না জড়ান, তবে মৃত্যুদণ্ডের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হবে। আরও একটি শর্তও তার সঙ্গে জুড়ে রয়েছে। হাতানো টাকা জিয়াংকে ওই দু-বছরের মধ্যে ফিরিয়ে দিতে হবে।