‘‘কাশ্মীরিদের সংস্কৃতি আদতে হিন্দু সংস্কৃতি।’’ বলে বিতর্কিত দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত কনসাল জেনারেল

Akash Paramanik

‘‘কাশ্মীরিদের সংস্কৃতি আদতে হিন্দু সংস্কৃতি।’’ বলে বিতর্কিত মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটিতে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী। শেষ নয়, জম্মু-কাশ্মীর ইস্যুকে ইজরায়েল ও প্যালেস্তাইনের সঙ্গে তুলনাও করলেন তিনি। কনসাল জেনারেলের মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অস্বস্তিকর হলেও গোটা বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি বিদেশ মন্ত্রক। যদিও বিদেশ মন্ত্রক এর আগে জম্মু-কাশ্মীর ইস্যুকে ইজরায়েল ও প্যালেস্তাইনের সঙ্গে তুলনার তীব্র বিরোধিতা করেছিল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউ ইয়র্ক সিটিতে কাশ্মীরি পণ্ডিতদের একটি সামাজিক সভায় কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী বলছেন, ‘‘কাশ্মীরিদের সংস্কৃতি আদতে হিন্দু সংস্কৃতি। আপনারা অদূর ভবিষ্যতে কাশ্মীর ফিরে পাবেন। এমন ঘটনা বিশ্বে আরও ঘটেছে। ইজরায়েল যদি পারে…’’

সন্দীপকে এও বলতে শোনা গিয়েছে, ‘‘শ্রোতাদের মধ্যে কেউ ইজরায়েলের কথা বললেন। ইহুদিদের প্রসঙ্গ তুললেন। ওঁরা নিজেদের সংস্কৃতিকে নিজেদের ভূখণ্ডের বাইরেও দু’হাজার বছর ধরে টিঁকিয়ে রাখতে পেরেছিলেন। আমি মনে করি, একই ভাবে টিঁকিয়ে রাখতে হবে কাশ্মীরি সংস্কৃতিকেও। কাশ্মীরের সংস্কৃতিই ভারতের সংস্কৃতি। হিন্দু সংস্কৃতি।’’

Find Out More:

Related Articles: