গ্রামীণ সম্পদ কর্মীদের স্মারকলিপি মুখ্যমন্ত্রীকে

frame গ্রামীণ সম্পদ কর্মীদের স্মারকলিপি মুখ্যমন্ত্রীকে

Akash Paramanik

ভিলেজ রিসোর্স পার্সন বা গ্রামীণ সম্পদ কর্মীদের মাসিক বেতন সহ সারা বছরের কাজের সুযোগ দেবার দাবীতে শুক্রবার মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠালেন পূর্ব বর্ধমান জেলার গ্রামীণ সম্পদ কর্মীরা।

এদিন গ্রামীণ সম্পদ কর্মীরা জানিয়েছেন, বর্তমানে তাঁরা বছরে মাত্র ২৪০ দিন তথা মাসে ২০দিন কাজ পান। কাজ করলে তাঁরা পান ১৫০ টাকা করে। ফলে মাসে তাঁরা ৩ হাজার টাকা করে পান। কিন্তু বর্তমান অগ্নিমূল্যের বাজারে এই টাকায় সংসার চালানো তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। অবিলম্বে তাঁদের এই অসুবিধা দূর না করলে গোটা রাজ্যে প্রায় ৩৩ হাজার গ্রামীণ সম্পদ কর্মীরা সুস্থভাবে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তাঁরা বছরে মাত্র ২৪০ দিন তথা মাসে ২০দিন কাজ পান। 

Find Out More:

Related Articles:

Unable to Load More