আজ কোজাগরী লক্ষ্মী পুজো। ইতি মধ্যেই ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে পুজোর আয়োজন। শনিবার রাত ১২ টা থেকে পূর্ণিমা শুরু হয়েছে । শেষ হবে রবিবার রাত ১ টা নাগাদ। ফলে অনেক ক্রেতারাও বেরিয়ে পড়েছেন পূজার বাজারে। কিন্তু বাজারে জিনিসের কেনাকাটা করতে কালঘাম ছুটছে তাদের।
অত্যাধিক বৃষ্টির কারণে দাম বেড়েছে শাকসবজির। বাজারে বাজারে চলছে বিক্রেতাদের দাপট। বেগুন ৮০টাকা, আলু বিকোচ্ছে ২০ টাকা, ঢেরস ৬০ টাকা, ফুলকপি আকাশ ছুঁই ছুঁই (জোড়া) ৬০ টাকা। কুমড়ো ৩০ টাকা,পটল ৪০ টাকা, গাজর ১০০ টাকা, বাধা কপি ৫০ টাকা পিস, আদা ২২০ টাকা কেজি তে গিয়ে ঠেকেছে, ঝিঙে ৬০ টাকা, লঙ্কা ১২০ টাকা কেজি, সিম ১০০ টাকা।শসা ৮০ টাকা কিলো।
আকাশ ছোয়া দামে বিকছে পুজোর ফল সামগ্রী পেয়ারা ১০০ টাকা , পানি ফল১০০ টাকা, বেদানা ১৮০ টাকা, মর্তমান কলা ১ ডজন ৬৫ টাকা, কাঠালী কলা ১ ডজন ৪০ টাকা, আপেল ১২৫ টাকা কেজি, নেস্পাতি ১০০ টাকা। অন্য দিকে পুজোর নারকেল বিক্রি হচ্ছে ৪০-৮০ টাকায়, ফুলের বাজারও বাকি নেই ফুলের বড়ো মালা ৫০ টাকা পিস। জবার মালা ১০ টাকা( ছোট)। বড়ো মালা শুরু ২৫ টাকা দিয়ে । পদ্দের দাম ২০ টাকা পিস। সব কিছু মিলিয়ে যেনো আগুনের দরে চলছে পুরো বাজার ।