আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মুরলী বিজয়ের
ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ায় বিসিসিআই ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন মুরলী বিজয়। তিনি লিখেছেন, ‘বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার উপর ভরসা রেখেছে। এ ছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ জানাচ্ছি।’
উল্লেখ্য, কিছুদিন আগে মুরলী বিজয় (Murali Vijay) বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে আর কোনও প্রত্যাশা নেই। তবে এখনও আমি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। তাই বিদেশের ক্রিকেট টুর্নামেন্টগুলিতে অংশ নেওয়ার জন্য মুখিয়ে আছি।
তিনি আরও বলেছিলেন, ‘৩০-এর পর থেকে ভারতীয় ক্রিকেটারদের ৮০ বছরের বৃদ্ধ হিসেবে ধরা হয়। অথচ এই সময়ই একজন ক্রিকেটার সেরা ফর্মে খেলে। কিন্তু ভারতীয় ক্রিকেটে কোনও ক্রিকেটারের বয়স ৩০ পেরিয়ে গেলে সুযোগ অত্যন্ত কমে আসে।যেটা আমার নিয়ন্ত্রনে নেই সেটাতে আমি কিছু করতে পারব না। যেখানে আমার নিয়ন্ত্রন আছে, সেখানেই আমি মনযোগ দিতে চাই। যা হয়ে গিয়েছে তা নিয়ে চিন্তা করি না।’
ভারতীয় জার্সিতে শেষবার ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে দেখা গিয়েছিল মুরলী বিজয়কে (Murali Vijay)। ২০১৯ সালে শেষবার তামিলনাড়ুর হয়ে রঞ্জি ম্যাচ খেলেছিলেন। ৩৮ বছরের এই ক্রিকেটার ভারতের জার্সিতে ৬১টি টেস্ট ম্যাচ খেলেছেন। রানসংখ্যা ৩৯২৮। এছাড়া ১৭টি একদিনের ম্যাচে রান করেছেন ৩৩৯। আইপিএলে চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ার ডেভিলস এবং পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। শেষবার ২০২০ সালের আইপিএলে দেখা গিয়েছিল মুরলী বিজয়কে।