বিশ্বের তিন নম্বর টি-টোয়েন্টি ব্যাটার থেকে সূর্য উঠে এলেন দুইয়ে

A G Bengali
বিশ্বের তিন নম্বর টি-টোয়েন্টি ব্যাটার থেকে সূর্য উঠে এলেন দুইয়ে। এই বছর ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী সূর্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও বিধ্বংসী ছন্দে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। হায়দরাবাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে মাত্র ৩৬ বলে ৬৯ রান করেন সূর্য। বিরাটের সঙ্গে তাঁর জুটিই ভারতকে সিরিজ জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। আর এর ফল তিনি পাচ্ছেন হাতেনাতে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেও ভারতীয় দলের তারকা ব্যাটারকে টপকাতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে তিনি এই শতরানের হাত ধরে উঠে এসেছেন তিনে। বাবরের সতীর্থ পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার কিন্তু শীর্ষস্থানই ধরে রেখেছেন। তিনিই (৮৬১ পয়েন্ট) এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটার। দুইয়ে রয়েছেন সূর্যকুমার যাদব (৮০১ পয়েন্ট), তিনে বাবর আজম (৭৯৯ পয়েন্ট), চারে এডেন মার্করাম (৭৯২ পয়েন্ট) এবং পাঁচে রয়েছেন অ্যারন ফিঞ্চ (৭০৭ পয়েন্ট)।

অন্যদিকে, রাজকোটে ১ অক্টোবর থেকে শুরু হবে ইরানি কাপের ম্যাচ। সেই প্রতিযোগিতার জন্য ১৫ জনের দল ঘোষণা করল বোর্ড। লাল বলের এই প্রতিযোগিতায় দলে রাখা হয়েছে অভিজ্ঞ মায়াঙ্ক আগরওয়ালকে। তরুণ প্রিয়ঙ্ক পঞ্চলও দলে রয়েছেন। নিউজ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে যিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের দলেও ছিলেন প্রিয়ঙ্ক। দলীপ ট্রফিতে ভাল খেলা যশ ঢুল এবং যশস্বী জায়সওয়ালও সুযোগ পেয়েছেন ১৫ জনের দলে। অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার উমরান মালিক এবং মুম্বইয়ের অলরাউন্ডার সরফরাজ খান। সৌরাষ্ট্রের হয়ে খেলতে দেখা যেতে পারে চেতেশ্বর পুজারাকে। উল্লেখ্য, অজিঙ্ক রাহানেকে ইরানি কাপের দলে রাখা হয়নি। ভারতের টেস্ট দল থেকে বাদ যাওয়ার পর মুম্বইয়ের হয়ে রঞ্জিতে খেলেছেন তিনি, দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে নেতৃত্বও দিয়েছিলেন।

Find Out More:

Related Articles: