ইংল্যান্ডের সীমিত ওভারের দলের নতুন অধিনায়ক হলেন জস বাটলার

A G Bengali
ইংল্যান্ডের সীমিত ওভারের দলের নতুন অধিনায়ক হলেন জস বাটলার। বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেটের তরফে টুইট করে এই খবর জানানো হয়। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান। তার দু’দিনের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল ইংল্যান্ড। গত এক দশক ধরেই ইংল্যান্ডের সীমিত ওভারের দলে অবিচ্ছিন্ন অংশ বাটলার। ২০১৫ থেকে তিনি সীমিত ওভারের দলে সহ-অধিনায়ক। এর আগে ১৪ বার (৯টি এক দিনের ম্যাচ এবং ৫টি টি-টোয়েন্টি) জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৫১টি এক দিনের ম্যাচ খেলে ৪১২০ রান করেছেন। ১০টি শতরান রয়েছে। টি-টোয়েন্টিতে ৮৮টি ম্যাচ খেলে ২১৪০ রান করেছেন। স্ট্রাইক রেট প্রায় দেড়শোর কাছাকাছি। সম্প্রতি আইপিএলে চারটি শতরান করেছেন বাটলার। সব মিলিয়ে ১৭টি ম্যাচে ৮৬৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।

অন্যদিকে, নতুন অধিনায়ক বেছে নেওয়ার পর ইসিবি-র তরফ থেকে জানানো হয়েছে যে, "অইন মর্গ্যানের পর জস বাটলারই আমাদের যোগ্য নেতা। তাই সীমিত ওভারের ব্যাটন ওর হাতে তুলে দেওয়া হল। ২০১৫ সাল থেকে সহ অধিনায়কে দায়িত্ব সামলাচ্ছে বাটলার। তাই ও এই মুহূর্তে যোগ্য লোক।" নতুন দায়িত্ব পেয়ে উল্লসিত জস। তিনি বলেন, "গত সাত বছর ধরে অইন মর্গ্যান দলকে একসুত্রে বেঁধে রেখেছিল। বিশ্বকাপ জয় থেকে শুরু করে একাধিক প্রতিযোগিতা জয়, অইন ছিল প্রকৃত নেতা। ওর দেখানো পথেই আমরা এগিয়ে যাব।"

Find Out More:

Related Articles: