পন্থের প্রতি বেজায় ক্ষিপ্ত গাভাস্কর

A G Bengali
ঋষভ পন্থ ব্যাট করতে নামলেই অফ স্টাম্পের বাইরে বল করো। সাফল্য আসবেই। প্রথম ম্যাচ থেকে চতুর্থ ম্যাচ, এই চিত্রনাট্যে কোনও বদল নেই। ভুল থেকে একেবারেই শিক্ষা নিচ্ছেন না পন্থ। প্রতি ম্যাচেই বাইরের বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দিচ্ছেন। পন্থের এই ব্যাটিংয়ে বেজায় ক্ষিপ্ত সুনীল গাভাস্কর। চলতি সিরিজে ভারত অধিনায়কের দায়িত্বজ্ঞানহীন শটের তুমুল সমালোচনা করেছেন তিনি। অধিনায়ক হিসাবে পন্থ খারাপ উদাহরণ তৈরি করছেন বলেও মত গাভাস্করের। শুক্রবারের ম্যাচের পর গাভাস্কর বলেছেন, “কিচ্ছু শেখেনি। আগের তিনটে আউট থেকে কোনও শিক্ষাই নেয়নি। ওরা পরের পর বাইরে বল করে যাচ্ছে। পন্থও সেই ফাঁদে পা দিচ্ছে। মাঠ পার করানোর মতো শক্তি দিয়ে সেই শট মারতে পারছে না। অফ স্টাম্পের বাইরের বলে খেলা ওকে এখনই বন্ধ করতে হবে।” শুক্রবারের আউট সম্পর্কে গাভাস্করের অভিমত, “কোনও দিন ওই বলে ছয় মারতে পারত না। শক্তি না থাকায় কোনও মতে বলটা শর্ট থার্ডম্যানে পৌঁছয়। দক্ষিণ আফ্রিকাকে দেখেই বোঝা যাচ্ছে ওরা পরিকল্পনা করে নামছে। তেম্বা বাভুমা বোলারদের বলে দিচ্ছে, অফ স্টাম্পের বাইরে বল করো, তা হলেই উইকেট পাবে।”

অন্যদিকে, রাজকোটে দুরন্ত জয়ে ভারত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে সমতা ফিরিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টেম্বা বাভুমাদের বিরুদ্ধে ৮২ রানে জিতেছে ঋষভ পন্থরা। আর এই ম্যাচে ফের একবার নিজের জাত চিনিয়েছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। গত শুক্রবার ছয়ে ব্যাট করতে নেমে কার্তিক ২৭ বলে ৫৫ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। ৯টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন চেন্নাইয়ের উইকেটকিপার-ব্যাটার। কার্তিক ২০৩.৭০-র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। দিন দুয়েক আগে ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলেছিলেন যে, টি-২০ বিশ্বকাপের দলে কোনও প্রয়োজন নেই কার্তিকের। এবার রাজকোটে কার্তিকের রাজকীয় ইনিংসের পর আসরে নামলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar) গম্ভীরের নাম না করে তাঁকে ধুয়ে দিলেন কিংবদন্তি।

Find Out More:

Related Articles: