আইপিএলে হ্যাটট্রিকের ইতিহাস

A G Bengali
আইপিএলের প্রথম হ্যাটট্রিকটি এসেছিল চেন্নাই সুপার কিংস দলের পেসার লক্ষ্মীপতি বালাজির হাত ধরে। তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব দলের বিরুদ্ধে এই হ্যাটট্রিক করেছিলেন বালাজি। তার পরবর্তী সময়ে ২১ বার হ্যাটট্রিক সম্পন্ন করেছেন বোলাররা। যার মধ্যে একা অমিত মিশ্রের রয়েছে তিনবার হ্যাটট্রিক। যুবরাজ সিংয়ের ঝুলিতে রয়েছে দুটি হ্যাটট্রিক। আর দলগতভাবে সবথেকে বেশি হ্যাটট্রিক রয়েছে রাজস্থানের ঝুলিতে। পাচ পাঁচটি হ্যাটট্রিক করেছেন তাদের বোলাররা। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন বছরে কোন ক্রিকেটার আইপিএলে (IPL) হ্যাটট্রিক করেছেন -
আইপিএল ২০২২: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রাজস্থান রয়্যালসের যজুবেন্দ্র চাহাল
আইপিএল ২০২১: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হর্ষল পাটেল
আইপিএল ২০২০: কোনও হ্যাটট্রিক হয়নি
আইপিএল ২০১৯: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন পাঞ্জাবের স্যাম কারান
একই বছরে বেঙ্গালুরু বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রাজস্থানের শ্রেয়াস গোপাল
আইপিএল ২০১৮: কোনও হ্যাটট্রিক হয়নি
আইপিএল ২০১৭: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বেঙ্গালুরুর স্যামুয়েল বদ্রি
একই বছরে পুনে সুপার জায়েন্টসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন গুজরাত লায়ন্সের অ্যান্ডু টাই
একই বছরে রাইজিং পুণে সুপার জায়ান্টসের জয়দেব উনাদকাট হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন
আইপিএল ২০১৬: গুজরাট লায়ন্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন পাঞ্জাবের অক্ষর পাটেল
আইপিএল ২০১৫: কোনও হ্যাটট্রিক হয়নি
আইপিএল ২০১৪: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রাজস্থান রয়্যালসের প্রবীণ তাম্বে
একই বছরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রাজস্থান রয়্যালসের শেন ওয়াটসন
আইপিএল ২০১৩: পাঞ্জাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন
একই বছরে সানরাইজার্স হায়দরবাদের অমিত মিশ্র হ্যাটট্রিক করেন পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে।
আইপিএল ২০১২: পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রাজস্থান রয়্যালসের অজিত চাণ্ডিলা
আইপিএল ২০১১: কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ডেকান চার্জাসের অমিত মিশ্র
আইপিএল ২০১০: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন বেঙ্গালুরুর প্রবীণ কুমার
আইপিএল ২০০৯: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কিংস ইলেভেন পাঞ্জাবের যুবরাজ সিং। পাশাপাশি আরও একটি হ্যাটট্রিক করেন ডেকান চার্জাসের বিরুদ্ধে
একই বছরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ডেকান চার্জাসের রোহিত শর্মা
আইপিএল ২০০৮: আইপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন চেন্নাই সুপার কিংসের লক্ষ্মীপতি বালাজি। চেন্নাইয়ের বালাজির হ্যাটট্রিক ছিলো কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে
এ বছরই ডেকান চার্জাসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন দিল্লি ডেয়ার ডেভিলসের অমিত মিশ্র
একই বছরে মাখায় চেন্নাই সুপার কিংসের মাখায়া এনটিনি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন (তথ্য দ্য ফ্যাক্ট ইনফো থেকে নেওয়া)

Find Out More:

Related Articles: