রহাণেকে ১ কোটি টাকায় কিনল কলকাতা

A G Bengali
অজিঙ্ক রহাণের। ন্যূনতম মূল্য ১ কোটি টাকা। অনেকেই ভেবেছিলেন অবিক্রিত থেকে যাবেন তিনি। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিড করল কলকাতা নাইট রাইডার্স। যদিও আর কোনও ফ্র্যাঞ্চাইজি লড়াইয়ে গেল না। ফলে ১ কোটি টাকাতেই রহাণেকে পেয়ে গেল কলকাতা। এখন প্রশ্ন, কেন রহাণের মতো ক্রিকেটারকে কিনল কলকাতা? সাদা বলের ক্রিকেটে বহু দিন ধরে ব্রাত্য তিনি। টি২০ তো দূর, এক দিনের ক্রিকেটেও জাতীয় দলে অনেক দিন ধরে সুযোগ পান না। শেষ এক দিনের ম্যাচ খেলেছেন ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শেষ টি২০ তো আরও আগে, ২০১৬ সালের ২৮ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছেন। বর্তমানে শুধু মাত্র টেস্ট দলে খেলেন রহাণে। তবে সেখানেও সাম্প্রতিক সময়ে তাঁর রেকর্ড খুব খারাপ। রান পাচ্ছেন না।

অন্যদিকে, নিলামে বরাবরই অলরাউন্ডাররা চড়া দামে বিক্রি হন, আর ভারতীয় হলে তো কথাই নেই। ব্যাটিংয়ের পাশপাশি পেস বোলিং করা ভাল অলরাউন্ডারদের সংখ্যা গোটা বিশ্বেই খুব কম। তাই নিলামে দুবে যে মোটামুটি ভাল অর্থে বিক্রি হবেন তাঁর আন্দাজ ছিলই। হলও তাই। তবে রবিবার (১২ ফেব্রুয়ারি) এক নয়, পরপর দুই সুখবর পেলেন ২৮ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার দুবে। একে তো তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন, উপরন্তু এই দিনেই তিনি ও তাঁর স্ত্রী এক ফুটফুটে সন্তানকে পৃথিবীতে স্বাগত জানালেন। স্বাভাবিকভাবেই আজ দুবের জন্য দ্বিগুন খুশির দিন।

Find Out More:

Related Articles: