জাতীয় দলে রবি বিষ্ণোই

A G Bengali
প্রথম রবি বিষ্ণোই বহু মূল্যে কিনেছে আইপিএল-এর নতুন দল লখনউ সুপার জায়ান্টস। কয়েক দিন পরেই জাতীয় দলে জায়গা পেলেন তিনি। বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘোষণা করা দু’টি ঘরানার দলেই সুযোগ পেয়েছেন তিনি। আইপিএল-এ পঞ্জাব কিংসে থাকাকালীন অনিল কুম্বলের সান্নিধ্যে ছিলেন রবি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ভারতের প্রাক্তন কোচকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি। বলেছেন, “অনিল স্যরের থেকে অনেক কিছু শিখেছি এবং সেই শিক্ষাগুলোই আমাকে এত ভাল ক্রিকেটার করে তুলেছে। কী ভাবে নিজের পাশে নিজেই দাঁড়াতে হয় এবং চাপের মুখে আশা রাখতে হয়, সেটা ওঁর কাছ থেকেই শেখা। প্রচণ্ড সাহায্য করেছে এটা। সব সময় আমাকে বলেছেন নিজের শক্তির উপরে জোর দিতে, সাধারণ বিষয়গুলি নিয়ে ভাবতে এবং পরিকল্পনা কাজে লাগাতে। বেশি পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় কোনও দিন হাঁটিনি। খোলা মনে খেলার সুযোগ করে দিয়েছেন উনি।”

অন্যদিকে, বয়স ৪১। ২০১৪ সালে শেষবার যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন কেভিন পিটারসেন, তখন বয়স ছিল ৩৩ বছর। এখন পিটারসেন একজন ক্রিকেট পণ্ডিত ও ধারাভাষ্যকার। আট বছর আগে খেলা ছেড়ে দিয়েছেন তিনি একথা তাঁর সাম্প্রতিক ব্য়াটিং দেখলে বিশ্বাস করতে রীতিমতো কষ্ট হবে! মনে হবে তিনি আজও খেলা চালিয়ে যাচ্ছেন সেই আগের মতোই বিধ্বংসী মেজাজে! প্রাক্তন ইংরেজ মারকুটে ব্যাটার ও ক্যাপ্টেন একেবারে 'বিস্ট' মোডে ধরা দিলেন লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket 2022)।

Find Out More:

Related Articles: