অবভিষেক ম্যাচেই শতরানের নজির গড়া ভারতীয় ক্রিকেটারদের তালিকা দেখে নিন

A G Bengali
দলের প্রয়োজনীয় সময়ে নিজের সেরা ক্রিকেট খেললেন শ্রেয়স আইয়ার। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে অভিষেকে শতরান হয়ে গেল শ্রেয়স আইয়ারের। বিশ্বের ১১০তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভারতের ১৬তম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন শ্রেয়স। ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আছে শিখর ধবন, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিংহ, বীরেন্দ্র সহবাগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিংহের। ভারতের হয়ে প্রথম এই নজির গড়েন লালা অমরনাথ। এবার এক নজরে দেখে নিন অভিষেক টেস্টে শতরান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকা -
দেশের মাটিতে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটাররা
১. লালা অমরনাথ: বনাম ইংল্যান্ড (মুম্বই)
২. দীপক শোধন: বনাম পাকিস্তান (কলকাতা)
৩. কৃপাল সিং: বনাম নিউজিল্যান্ড (হায়দরাবাদ)
৪. হনুমন্ত সিং: বনাম ইংল্যান্ড (দিল্লি)
৫. গুন্ডাপ্পা বিশ্বনাথ: বনাম অস্ট্রেলিয়া (কানপুর)
৬. মহম্মদ আজহারউদ্দিন: বনাম ইংল্যান্ড (কলকাতা)
৭. শিখর ধাওয়ান: বনাম অস্ট্রেলিয়া (মোহালি)
৮. রোহিত শর্মা: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
৯. পৃথ্বী শ: বনাম ওয়েস্ট ইন্ডিজ (রাজকোট)
১০. শ্রেয়স আইয়ার: বনাম নিউজিল্যান্ড (কানপুর)

বিদেশে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটাররা
১. আব্বাস আলি: বনাম ইংল্যান্ড (ম্যাঞ্চেস্টার)
২. সুরিন্দর অমরনাথ: বনাম নিউজিল্যান্ড (অকল্যান্ড)
৩. প্রবীণ আমরে: বনাম দক্ষিণ আফ্রিকা (ডারবান)
৪. সৌরভ গঙ্গোপাধ্যায়: বনাম ইংল্যান্ড (লর্ডস)
৫. বীরেন্দ্র সেহওয়াগ: বনাম দক্ষিণ আফ্রিকা (ব্লুমফেন্টন)
৬. সুরেশ রায়না: বনাম শ্রীলঙ্কা (কলম্বো)

Find Out More:

Related Articles: