বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

A G Bengali
প্রথম রাউন্ডার প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে ঘোর সঙ্কটে পড়েছিল বাংলাদেশ। আজকে ওমানের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের কাছে তাই ডু অর ডাই ম্যাচ ছিল। অবশেষে ওমানের বিরুদ্ধে ম্যাচে জিতে টি২০ বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ। আজকের ম্যাচে হারলে কার্যত দ্বিতীয় রাউন্ডে যাওয়া হতো না টাইগার্সদের।
এদিন বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ওমান ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রানে আটকে যায়। ২৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। নদীপ ১৪ রানে অপরাজিত থাকেন। মুস্তাফিজুর নেন ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট।  একটা সময়ে জয়ের জন্য শেষ ৫ ওভারে ওমানের দরকার ৫৪ রান। ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছিল ওমান। সেখান থেকে ম্যাচ হারে ওমান।
এদিন বাংলাদেশ ইনিংসের শেষ বলে আউট হলেন মুস্তাফিজুর রহমান। ৩ বলে ২ রান করে জীশানের হাতে ধরা পড়েন তিনি। বাংলাদেশ ১৫৩ রানে অল-আউট হয়ে যায়। তাস্কিন ১ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য ওমানের দরকার ১৫৪ রান।
অন্যদিকে, টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল স্কটল্যান্ড। এবার পাপুয়া গিনিকে হারিয়ে সুপার টুয়েল্ভের দিকে আরও এক ধাপ এগোল স্কটল্যান্ড। এদিনের ম্যাচে ১৭ রানে নিউ পাপুয়া গিনিকেও হারিয়ে দিয়েছে তারা। পাপুয়া গিনির কাবু মোরিয়া হ্যাটটট্রিক করেও শেষ রক্ষা করতে পারেননি। তবে এখনই বলা সম্ভব নয় ভারতের বিরুদ্ধে খেলতে নামতে পারবে কি না। কিন্তু সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

Find Out More:

Related Articles: