আজ সোনার দৌড় ভাবিনার

A G Bengali
আজ সোনার দৌড়্ নামছে ভাবিনা পাটেল। Tokyo Paralympics 2020-র মঞ্চে ভারতকে সোনার স্বপ্ন দেখাচ্ছেন ভাবিনা প্যাটেল (Bhavina Patel)।টোকিও প্যারালিম্পিক্সে দেশের হয়ে রূপো নিশ্চিত করেছেন Bhavina Patel। মেয়েদের টেবল টেনিস সেমি ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ফাইনালে পৌঁছলেন তিনি। ৩-২ ব্যবধানে হারালেন চিনের Miao Zhang-কে। ভারতের জন্য কমপক্ষে রুপো নিশ্চিত করলেন তিনি। তবে টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করেছিলেন সেমিফাইনালে উঠে। সেখানেই থেমে যাননি ভাবিনাবেন। বিশ্বের তিন নম্বর তারকা ঝ্যাংকে হারিয়ে দিলেন ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ ফলে। সেমিফাইনালে জিততে ভারতীয় টেবল টেনিস খেলোয়াড় সময় নিলেন মাত্র ৩৪ মিনিট। রবিবার ফাইনালে ভাবিনাবেনের সামনে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝৌ।

ভাবিনার এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী জানান, 'শুভেচ্ছা ভাবিনা। তুমি খুব ভালো খেলেছ। গোটা দেশ তোমার সাফল্য কামনা করছে। আগামীকাল সবাই তোমাকে সমর্থন করবে। নিজের সেরাটা দাও এবং কোনও চাপ ছাড়া খেলো। তোমার সাফল্য পুরো দেশকে অনুপ্রেরণা দেবে।'
সেমিফাইনাল ম্যাচের পর ভাবিনা বলেন, 'এটা খুব বড় সাফল্য। সবাই বলে চিনকে হারানো খুব কঠিন। আজ, আমি প্রমাণ করলাম কিছুই অসম্ভব নয়। আমি সব ভারতীয়র কাছে আবেদন করছি আগামীকালের ফাইনাল ম্যাচের জন্য আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি ভালো খেলতে পারি।' 'এটা খুব বড় সাফল্য। সবাই বলে চিনকে হারানো খুব কঠিন। আজ, আমি প্রমাণ করলাম কিছুই অসম্ভব নয়। আমি সব ভারতীয়র কাছে আবেদন করছি আগামীকালের ফাইনাল ম্যাচের জন্য আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি ভালো খেলতে পারি।' 

Find Out More:

Related Articles: