আরসিবি-তে যোগ দিলেন কোহলী, ডিভিলিয়ার্স

A G Bengali
বৃহস্পতিবারই চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিলেন বিরাট কোহলী এবং এবি ডিভিলিয়ার্স। টুইট করে দলের তরফে একথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় টুইট করে ডিভিলিয়ার্সের আসার খবর জানায় আরসিবি। লেখা হয়েছে, “মহাকাশযান অবশেষে এসে পড়ল। চেন্নাইয়ে আরসিবি-র বলয়ে যোগ দিলেন এবি ডিভিলিয়ার্স।” হোটেলে ঢুকেই সাত দিনের বাধ্যতামূলক নিভৃতবাসে চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। কোহলী এসেছেন একটু পরে। দুপুর একটা নাগাদ তাঁর হোটেলে ঢোকার খবর জানায় আরসিবি। টুইটে লেখা হয়েছে, “আপনারা যদি ভাবেন নেটমাধ্যমকে অবাক করার সময় শেষ হয়ে গিয়েছে, তাহলে আর একবার ভাবুন। চেন্নাইয়ে পৌঁছলেন অধিনায়ক বিরাট কোহলী।” “আপনারা যদি ভাবেন নেটমাধ্যমকে অবাক করার সময় শেষ হয়ে গিয়েছে, তাহলে আর একবার ভাবুন। চেন্নাইয়ে পৌঁছলেন অধিনায়ক বিরাট কোহলী।”
অন্যদিকে, অল্পের জন্য ট্রফি জেতা হয়নি। হাবাসের কোচিংয়ে প্রথম সুযোগেই আইএসএলের (ISL) ফাইনাল খেলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। জয় এসেছে ঐতিহ্য়ের ডার্বিতে। তাও আবার একবার নয়, দু'বার হেরেছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ফের একবার হাবাসের উপর ভরসা রাখলেন এটিকে মোহনবাগান কর্তারা। এদিন ক্লাবের তরফে টুইট করে জানানো হয়, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি,  অ্যান্তোনিও লোপেজ হাবাস এটিকে মোহনবাগানের সঙ্গে এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন'। এদিন ক্লাবের তরফে টুইট করে জানানো হয়, 'আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি,  অ্যান্তোনিও লোপেজ হাবাস এটিকে মোহনবাগানের সঙ্গে এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন'।

Find Out More:

Related Articles: