কৃষ্ণ, অরিন্দমে খুশি হতে পারেন সবুজ-মেরুন সমর্থকরা
প্রসঙ্গত, ফাইনালটা আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন রয় কৃষ্ণরা। পাল্টা আক্রমণ শানাচ্ছিল মুম্বইও। ফলে ম্যাচটা বেশ উপভোগ্য হয়ে ওঠেছিল। ১৮ মিনিটের উইলিয়ামসের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। রয় কৃষ্ণার পাস থেকে দূরন্ত শটে গোল করেন তিনি। সেই ব্যবধান অবশ্য ধরে রাখা যায়নি। মুম্বই নয়, প্রথমার্ধের ২৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন তিরি। ম্যাচে সমতা ফেরার পর দু'দলই কিন্তু গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। কিন্ত কাজের কাজটি করতে পারেনি কোন দলই। এদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে শুভাশিস বসুর সঙ্গে ধাক্কা লেগে মাথায় চোট পান মুম্বইয়ের অমেয় রানাওয়াডে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়, বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।