শেষ টেস্টে কোহলির সামনে অন্য রেকর্ডের হাতছানি

A G Bengali
আরও এক নতুন রেকর্ডের সামনে ভারত অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ টেস্ট খেলতে নামলেই যুগ্মভাবে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করবেন কোহলি। আবার আগামী জুলাইয়ে ইংল্যান্ড সিরিজে নতুন রেকর্ড করতে পারবেন বিরাট কোহলি। সেগুলো কী কী রেকর্ড একবার দেখে নেওয়া যাক। ভারতীয় দলকে ৬ বছর নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। সে সময় তাঁর অধীনে ভারত খেলেছে ৬০টি টেস্ট। কোহালি দাঁড়িয়ে রয়েছেন এক ধাপ পিছনে। চতুর্থ টেস্টেই ধোনিকে ছুঁয়ে ফেলার সুযোগ কোহালির সামনে। ফলে ভারতের হয়ে সর্বাধিক টেস্টে নেতৃত্ব দেওয়ার তালিকায় যুগ্ম ভাবে প্রথম স্থানে চলে যাবেন কোহালি। ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ পায়, তাহলে সেই ম্যাচেই ধোনিকে টপকে যাওয়ার সুযোগ থাকছে কোহালির সামনে। সেটা না হলে আগামী জুলাইয়ে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সফরে যাবে ভারত। তখন এই কীর্তি অর্জন করতে পারবেন কোহালি।
অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।  

Find Out More:

Related Articles: