সিডনিতে ব্যাট করতে হবে ভেবে তৈরি ছিলেন জাডেজা
ভারতীয় অলরাউন্ডার বলেন, “দলের সঙ্গে আমি কথা বলেছিলাম। জানিয়ে দিয়েছিলাম ভারত যদি জেতার মতো অবস্থায় থাকে আমি ব্যাট করতে নামব। সিডনিতে একটা সময় মনে হয়েছিল আমরা জিততেও পারি। পন্থ আউট হতে যদিও পরিস্থিতি পাল্টায়।” জাডেজা বলেন, “আমি তৈরি ছিলাম, প্যাডও পরে ছিলাম। ইনজেকশনও নিয়েছিলাম। মনে হয়েছিল ১০-১৫ ওভার ব্যাট করতে হবে। মানসিক ভাবেও প্রস্তুতি নিয়েছিলাম। আঙুলে চোট নিয়ে সব শট খেলতে পারব না জানতাম। তাই ভাবছিলাম কোন কোন শট খেলা যায়।” ভারতের জয়ের জন্য নিজেকে সব রকম ভাবে তৈরি করেছিলেন জাডেজা। ভারতীয় অলরাউন্ডার বলেন, “দলের সঙ্গে আমি কথা বলেছিলাম। জানিয়ে দিয়েছিলাম ভারত যদি জেতার মতো অবস্থায় থাকে আমি ব্যাট করতে নামব। সিডনিতে একটা সময় মনে হয়েছিল আমরা জিততেও পারি। পন্থ আউট হতে যদিও পরিস্থিতি পাল্টায় পন্থ আউট হতে যদিও পরিস্থিতি পাল্টায় ।”