পেলে-কে টপকে রোনাল্ডো এখন দ্বিতীয় স্থানে

A G Bengali
 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সংখ্যা ৭৫৮। ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন তিনি। সামনে রয়েছেন অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকান (৭৫৯)। তালিকায় চার নম্বরে রয়েছেন লিয়োনেল মেসি (৭৪২)। সেরি আ-তে উডিনেজের বিরুদ্ধে জোড়া গোল করেন রোনাল্ডো।
প্রথম গোল করার পরেই ছুঁয়ে ফেলেন পেলে-কে। দ্বিতীয় গোল করে টপকে যান তাঁকে। পরের ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে খেলবে জুভেন্টাস। সেখানে বিকানকে স্পর্শ এবং টপকে যাওয়ার সুযোগ থাকছে রোনাল্ডোর সামনে। স্যান্টোস, নিউ ইয়র্ক কসমস এবং ব্রাজিলের হয়ে সরকারিভাবে মোট ৭৫৭ গোল করেছিলেন পেলে।  

Find Out More:

Related Articles: