রবিবার সন্ধ্যায় এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন। সৌরভের এক পারিবারিক বন্ধু জানিয়েছেন, মোদী ফোন করে মহারাজের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। একই সঙ্গে সৌরভের চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের তরফে যে কোনও রকম সাহায্যের আশ্বাস দেন। চিকিৎসার প্রয়োজনে দিল্লি বা অন্য দেশে যাওয়ার দরকার হলে সেটা করতেও কেন্দ্র সহায়তা করবে বলে সৌরভকে মোদী আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, সোমবার আসছেন না ডা দেবী শেঠি।
মঙ্গলবার সকালে কলকাতার পৌঁছবেন ডা শেঠি। হাসপাতাল সূত্রে খবর, সৌরভের এখনই বাইপাসের দরকার নেই বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি পুরোপুরি সুস্থ হতে সৌরভের কতদিন সময় লাগতে পারে? এই ব্যাপারে চিকিত্সকরা বলেন, ''এই ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট-এর পর অন্তত দু-তিন সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হয়। তারপরই সৌরভ আবার কাজে ফিরতে পারবেন।"
Find Out More: