টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি— আইসিসি-র দশকসেরা ক্রিকেটারদের তিনটে দলেই জায়গা করে নিলেন ভারতীয় ক্রিকেটাররা। টেস্ট হোক বা ওডিআই অথবা টি-টোয়েন্টির মতো উত্তেজক ফরম্যাট— কোনও তালিকাই টিম ইন্ডিয়ার কোনও না কোনও সদস্য রয়েছেন। কোন কোন ভারতীয়ের সে তকমা জুটল? কোন দলেই বা জায়গা পেলেন? এক নজরে সে সবের হালহকিকত জেনে নিন। রবিবার এক দশকের সেরা ক্রিকেটারদের তিনটে তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
তিন ফর্ম্যাটের তিনটে তালিকা মিলিয়ে মোট পাঁচ জন ভারতীয় ক্রিকেটারকে দেখা গিয়েছে। আইসিসি-র তিনটে দলেই রয়েছেন বিরাট কোহালি। কোহালি আবার দশকের সেরা টেস্ট দলের অধিনায়কও বটে। টেস্ট ছাড়াও টি-টোয়েন্টি এবং ওডিআই দলেও রয়েছেন বিরাট। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনটি দলেই রয়েছেন তিনি। ফলে কোহালির মুকুটে ফের একটি অনন্য সম্মান জুড়ল।
Find Out More: