সুপার লিগের ইতিহাসে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় একে-অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে নামবে কলকাতার দুইপ্রধান। শুক্রবার ডার্বির হার্ডেল টপকানো বোধ হয় বেশি চ্যালেঞ্জিং লিভারপুলের গোলমেশিন তথা এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ রবি ফাউলারের কাছে। তবে তিনি চাপ নিচ্ছেন না।
ম্যাচের আগের দিন তো বলেই দিলেন, "ডার্বি মানে বিশাল ব্যাপার। ফুটবলার সমর্থক সবার কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক। এইধরনের ম্যাচে ফুটবলারদের বুদ্ধি কাজে লাগাতে হয়। আবেগে ভেসে গেলে সর্বনাশ।"