কলকাতার ক্যাপ্টেন বদলের গল্প জানেন ?
নতুন ক্যাপ্টেন ইয়ন মরগ্যান টস করতে এসেই জানান, দীনেশ কার্তিক স্বার্থ ত্যাগ করেছেন। কার্তিক মুম্বই ম্যাচের আগের রাতে এসেই দলের সামনে নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন। কারণ হিসাবে বলেন, তিনি ব্যাটিংয়ে মন দিতে চান। ক্যাপ্টেন্সি ছেড়ে ব্যাটিংয়ে মন দিয়ে অবশ্য এদিন রান পাননি কার্তিক। মাত্র চার রান করে আউট হন তিনি। খুব দ্রুত ৫ উইকেট হারানোর পর ধুঁকতে থাকে কেকেআরের ব্যাটিং লাইন। তারপর অবশ্য বোলার কামিন্স ব্যাটসম্যান অবতারে ধরা দেন। তিনি ও মরগ্যান খেলেন ৮৭ রানের পার্টনারশিপ। ৩৯ রানে অপরাজিত থাকেন মরগ্যান। আর কামিন্স খেলেন ৫৩ রানের ঝোড়ো ইনিংস। কিন্তু সেসব লড়াই ফিকে হয়ে গেল কুইন্টন ডি ককের তোলা ঝড়ে। ৪৪ বলে ৭৮ রানের ঝড় তোলেন ডি কক। এরপর ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া।