লকডাউনে ইনস্টাগ্রাম আয়ে অ্যাথলিটদের তালিকার শীর্ষে CR7, প্রথম দশে কিং কোহলি

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার ক্রিড়া প্রেমীদের জন্য সুখবর। লকডাউনে ইনস্টাগ্রাম আয়ে অ্যাথলিটদের তালিকার শীর্ষে CR7, প্রথম দশে একমাত্র ক্রিকেটার ভারত অধিনায়ক বিরাট কোহলি। ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত এই সময়সীমার মধ্যে অ্যাথলিটদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় করেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আয় ভারতীয় মুদ্রায় ৪৫ কোটি। তালিকায় ছয় নম্বরে রয়েছেন কিং কোহলি। লকডাউনে ইনস্টাগ্রাম থেকে তাঁর আয় ৩.৬ কোটি টাকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Can’t wait for you to see what we’ve created. Available to shop on https://go.puma.com/vk 👀. #BTS @pumaindia

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Find Out More:

Related Articles: