৮ ইনিংসে মাত্র ১টা হাফ সেঞ্চুরি, কঠিন সফর বিরাট কোহলির
২০১৪-র পর এত খারাপ সময়ে আর কোনও দিন যায়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ২ রানে করে প্যাভিলিয়নে ফিরতে হয় ভারত অধিনায়ককে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ থেকে ওয়ান ডে এবং তার পর প্রথম টেস্টের প্রথম ইনিংসে ধারাবাহিকভাবে চলছে খারাপ ফর্ম। আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৯ ইনিংসে একবারও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি কোহালি। তাঁর শেষ সেঞ্চুরি এসেছিল গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে। গোলাপি বলে দিন-রাতের সেই টেস্টে ১৩৬ রান করেছিলেন তিনি। শেষ আট ইনিংসে একটা মাত্র হাফ-সেঞ্চুরি। শেষ ১৯ ইনিংসে কোনও সেঞ্চুরি নেই। লম্বা ক্রিকেট জীবনে কোহালির কেরিয়ারে এমন সময় আগেও দু’বার এসেছে। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২৪ ইনিংসে একবারও সেঞ্চুরি করেননি কোহালি। সেই সময় তাঁর সার্বিক গড়ও কমে গিয়েছিল অনেক। ২০১১ বিশ্বকাপের আগে সব ফরম্যাট মিলিয়ে তাঁর গড় ছিল ৪৮। সেটাই সাত মাস পর কমে দাঁড়ায় ৩৯!
View this post on Instagram#Repost @indiancricketteam ・・・ Focus goals? 🎯🎯 Ask the Skip! 👌🏻👌🏻 #TeamIndia #INDvAUS A post shared by Virat Kohli (@virat.kohli) on