দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

GHOSH ARPAN

ওয়েস্ট ইন্ডিজকে কার্যত গুঁড়িয়ে দিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। টি ২০ সিরিজে আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ান সফরে টিম ম্যানেজমেন্টের সেই পরিকল্পনা বেশ কাজেও লেগেছিল। বিশ্বকাপের পর ঘরের মাঠে বিরাট কোহলিদের এটা প্রথম টি ২০ সিরিজ। প্রথম ম্যাচ আজ ধর্ণশালায়। এই ম্যাচেও তরুণ ব্রিগেডকে সুযোগ দিতে পারে বলে সূত্রের খবর। তবে ক্যারিবিয়ান সফর একেবারেই ভালো না গেলেও ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে শিখর ধাওয়ানের উপরই থিঙ্ক ট্যাঙ্ক ভরসা রাখবে বলেই মনে হয়। ফিরতে পারেন হার্দিক পাণ্ডিয়াও। ক্যারিবায়ান সফরে দীপক চাহার এবং নভদীপ সাইনির বোলিং টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পেরেছে। তাই এই দুই বোলারের প্রথম একাদশে থাকার সম্ভাবনা যথেষ্ট। ঋষভ পান্থও প্রথম একাদশে থাকবে। কেএল রাুলকে খারপ পারফরম্যান্সের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ দেওয়া হলেও টি ২০-তে প্রথম একাদশে কেএল রাহুলের থাকার সম্ভাবনা প্রবল। বাঁ হাতি স্পিনার হিসাবে এবং ব্যাটও যেহেতু ভালোই করতে ক্রুণাল তাই ক্রণালেরও প্রথম একাদশে জায়গা হবে। আর দল যখন বিপদে পড়েছে তখন পরিত্রাতা হিসাবে রবীন্দ্র জাদেজা অবতীর্ণ হয়েছেন। তাই রবীন্দ্র জাদেজার দলে থাকা নিয়ে কোনও সন্দেহ নেই।  দেখে নেওয়া যাক আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে-

শিখর ধাওয়ান

রোহিত শর্মা

বিরাট কোহলি (অধিনায়ক)

কেএল রাহুল

শ্রেয়াস আইয়ার

ঋষভ পন্থ

হার্দিক পান্ডিয়া

ক্রুণাল পান্ডিয়া

রবীন্দ্র জাদেজা

দীপক চাহার

নভদীর সাইনি



Find Out More:

Related Articles: