মহালয়ে বৃষ্টির সম্ভাবনা

A G Bengali
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি পাঁচটি জেলাতে বৃষ্টি চলবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ উত্তরবঙ্গে বৃষ্টি হবে বিশেষ করে উপরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মালদাও দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা খানিকটা বাড়বে। আজ কলকাতা তাপমাত্রা ৩৫ এর কাছাকাছি থাকবে ও আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাকবে।

অন্যদিকে, স্বাস্থ্য ভবন জানিয়ে দিয়েছে, গোটা অক্টোবর, অর্থাৎ দুর্গা ও কালীপুজোর মরসুমে তো বটেই, নভেম্বরের গোড়া পর্যন্ত রাজ্যে ডেঙ্গির দাপট চলবে। তাই পুজোয় মশাবাহিত রোগ প্রতিরোধের কর্মসূচিতে ফাঁক চায় না নবান্নও। চিকিৎসক মহলের একাংশের প্রশ্ন, ‘‘পুজোর কয়েকটি দিন ডেঙ্গিকে উপেক্ষা করে আনন্দে মেতে উঠলে বড় বিপদ ডাকার মতো পরিস্থিতি তৈরি হবে না তো?’’ সম্প্রতি চলতি বছরের ৩৮তম সপ্তাহে রাজ্যের ডেঙ্গি আক্রান্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, ২০১৯ সালে কলকাতায় এই সপ্তাহে মোট আক্রান্ত ছিলেন ১০৫২ জন। এ বার সংখ্যাটা ১৫২৫। এক সপ্তাহে ৪৬৭ জন আক্রান্ত হয়েছেন। একই ভাবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও উদ্বেগ বেড়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, করোনার সংক্রমণ থেকে বাঁচার জন্য মাস্কের ব্যবহার ও দূরত্ব-বিধি মেনে চলাই ছিল একমাত্র পথ। কিন্তু ডেঙ্গি বা ম্যালেরিয়া থেকে বাঁচতে বাড়িতে এবং এলাকায় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কারণ, পুজোয় সকাল থেকে রাতভর রাস্তায়, মণ্ডপে ভিড় জমান দর্শনার্থীরা।

Find Out More:

Related Articles: