ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও, তা আজও ১৬ হাজার ছুঁইছুঁই। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩৩৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ২৩৪। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৭৭৯।
করোনার সর্বশেষ অর্থাৎ ২৩ জুনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা পুরসভার ১০ নম্বর বরো ফের কপালে ভাঁজ ফেলছে। গত ক’দিনের তথ্য বলছে, ওই বরোয় আক্রান্ত বাড়ছে। ২২ জুন সেখানে সংক্রমিতের সংখ্যা ছিল ৪০। ২৩ জুন হয়েছে ৫০। অতিমারির দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে সর্বাধিক চিন্তা বাড়িয়েছিল এই ১০ নম্বর বরোই। সেখানকার নিউ আলিপুর, গরফা, গল্ফ গ্রিন, যাদবপুর, নেতাজিনগর, রিজেন্ট পার্কে আক্রান্ত বেড়েছে। আবার ১২ নম্বর বরোর পাটুলি, গরফার একাংশ, কসবা, পূর্ব যাদবপুর, সার্ভে পার্ক, পঞ্চসায়রে সংক্রমিতের হার যথেষ্ট। কলকাতা পুরসভা জানাচ্ছে, ১০ নম্বর বরোর পাশাপাশি ৭, ৯, ১১ এবং ১২ নম্বর বরোতেও করোনা ছড়াচ্ছে। ২২ ও ২৩ জুন ১২ নম্বর বরোয় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২৯ এবং ৩২ জন। অন্য দিকে, কলকাতার উপকণ্ঠে থাকা উত্তর ২৪ পরগনার বিধাননগরে তিন দিন আগেও করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৮। ২৩ জুন, বৃহস্পতিবার সেই সংখ্যা হয়েছে ৭২। বিধাননগর পুরসভা সূত্রের খবর, অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৬৬। পুর কর্তৃপক্ষ জানান, কী ভাবে সংক্রমণের মোকাবিলা হবে, তা জানতে তাঁরা রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশের অপেক্ষায় আছেন।