বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠালেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তলব পেয়েই রাজধানী যাচ্ছেন শুভেন্দু। সোমবার সন্ধ্যার বিমানেই দিল্লি উড়ে যাবেন তিনি। প্রসঙ্গত, অর্জুন সিংয়ের 'ফুল' বদলেছেন। তাঁর ছেড়ে যাওয়া গড়ে এবার তাই দায়িত্ব নিতে চলেছেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর এমনই। ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক জেলার দায়িত্ব পেতে চলেছেন তিনি। রবিবার অর্জুন সিং তৃণমূলে যোগ দিতেই, সোমবার তড়িঘড়ি বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই বৈঠকেই স্থির হয় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁধেই ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন সেই বৈঠকেই। উপস্থিত ছিলেন অমিত মালব্যও। এমনকি অনলাইনে বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ।
অন্যদিকে, সিবিআই এবং ইডি-র মতো সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে অতীতে একাধিক বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার দেশকে ‘এজেন্সি রুল’ থেকে বাঁচাতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানালেন তিনি। দু’জন ব্যক্তির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কাজ করে থাকে, এমন ইঙ্গিত দিয়ে মমতার স্পষ্ট বক্তব্য, সংস্থাগুলির কাজে হস্তক্ষেপ না করে শুধুই সংস্থার কর্মীদের বেতন দেওয়ার কাজটুকু করুক কেন্দ্র। এরই পাশাপাশি, মুখ্যমন্ত্রী বললেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বায়ত্তশাসনের দাবি গোটা দেশে তিনিই প্রথম তুললেন। বেআইনি অর্থলগ্নি সংস্থায় কেলেঙ্কারি, কয়লা ও গরু পাচার থেকে শুরু করে ‘ভোট-পরবর্তী হিংসা’, এসএসসিতে শিক্ষক নিয়োগ-দুর্নীতি-সহ রাজ্যের বহু মামলার তদন্ত করছে সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সব মামলায় তলবও করা হচ্ছে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শাসকদলের নেতাদের।