এসএসসি দুর্নীতি মামলায় বড় ধাক্কা খেলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে পার্থবাবু ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন। কিন্তু, ওই আবেদনে পদ্ধতিগত ত্রুটি ছিল বলে জানিয়েছেন বিচারপতিরা। তাই ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ নির্দেশ দিতে অস্বীকার করেছেন। এই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখা হয়েছে। পার্থর আর্জি না শুনেই বিচারপতিরা উঠে গেলেন আসন থেকে। জানিয়ে দিলেন আদালতের কাজের সময় শেষ। ফলে একক বেঞ্চের রায়ই বহাল থাকল পার্থর মামলায়।
হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ বলে ডিভিশন বেঞ্চে আর্জি জানানোর পদ্ধতিই মানেননি পার্থ। তিনি মামলা দায়ের না করেই ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন। তাই এই মামলা শোনা তাঁদের পক্ষে সম্ভব নয়। পার্থর আইনজীবীকে দুই বিচারপতি বলেন, যদি বেশি জরুরি হয় তবে প্রধান বিচারপতির কাছে যান।
প্রসঙ্গত, SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) CBI-র সামনে হাজিরার নির্দেশ। আজ সন্ধ্যা ৬টার মধ্যে CBI-এর মুখোমুখি হতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly)। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। প্রসঙ্গত, এদিন SSC নিয়োগ মামলায় CBI তদন্তেই সিলমোহর দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই ঘটনাকে "Public Shame" বলে আখ্যা দেয় ডিভিশন বেঞ্চ। বহাল রাখে সিঙ্গল বেঞ্চের নির্দেশ-ই।
এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে এসএসসি মামলায় সিবিআইয়ে হাজিরা দিতে বলে হাই কোর্টের একক বেঞ্চ। বুধবার ওই একই বেঞ্চের রায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকেও সিবিআই দফতরে হাজির হতে বলা হয়। সুপারিশ কমিটির পাঁচ সদস্যকে বিকেল ৪টের মধ্যে যেতে হবে বলে জানিয়েছে সিবিআই দফতর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, তিনি আশা করছেন, মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াবেন পার্থ। একই সঙ্গে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পার্থকে পদ থেকে সরানোর আর্জিও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ। তাঁর মন্তব্য, স্বচ্ছ সমাজ গঠনে পক্ষে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। সে কথা মাথায় রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
(এই খবর সংক্রান্ত আগের প্রতিবেদনের প্রথম লাইনে SSC -এর পরিবর্তে SC লেখা হয়ে গিয়েছিল। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ইন্ডিয়া হেরাল্ড বাংলা ক্ষমাপ্রার্থী। আগের প্রতিবেদনের লিঙ্ক দেওয়া হলো - https://www.indiaherald.com/Politics/Read/994502442/partha-chatterjee-summoned-to-appear-for-cbi-interrogation)