প্রচন্ড গরমে যখন হাঁসফাঁস করছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ! কবে বৃষ্টি?

A G Bengali
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি হল। আর তাতেই যেন কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচলেন দক্ষিণবঙ্গের মানুষ। বৃষ্টির হওয়ায় তাপমাত্রাও কিছুটা কমেছে। যে ভাবে তাপমাত্রার পারদ চড়ছিল গত কয়েক দিন ধরে এবং বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল, তার হাত থেকে আপাত মুক্তি মিলল বলেই মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। তবে তার সঙ্গে একটা ভ্যাপসা ভাবও বজায় থাকবে।

অন্যদিকে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বৃষ্টি হয়েছে গতকাল। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ মধ্য কলকাতা ধর্মতলা, পার্কস্ট্রিট, চাঁদনি-সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আবহবিদদের বক্তব্য, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্ত অল্প কিছু এলাকা জুড়ে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজও। এর ফলেই কমেছে তাপমাত্রা। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৭৮ শতাংশ, ন্যূনতম ৭৩ শতাংশ। সোম থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম থেকে বুধবারের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কয়েক পশলা হালকা ও দু এক পশলা মাঝারি বৃষ্টি ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রির এর কোঠা থেকে ৩৪-৩৫ এর কোঠায় নেমে আসতে পারে।

Find Out More:

Related Articles: