শনিবার থেকে কমতে পারে গরম

frame শনিবার থেকে কমতে পারে গরম

A G Bengali
শনিবার থেকেই রাজ্যের তীব্র গরম কমতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এমনকি ২৪ ঘণ্টা পর রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাল হাওয়া অফিস। মূলত রাজস্থান এবং গুজরাতের দিক থেকে আসা শুষ্ক হাওয়ার বদলে দক্ষিণী হাওয়া বইতে শুরু করায় আবহাওয়ায় এই কাঙ্খিত বদল বলে জানিয়েছেন আবহবিদরা। যার জেরে আগামী রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। তবে তার আগে শনিবারই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে অনুমান। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবারের পর থেকে সময় যত এগোবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা এবং ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইবে ৷ কালবৈশাখী পরিস্থিতি বাংলায় আসবে রবিবার থেকে৷ কলকাতায় আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। তাপমাত্রা একই রকম থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৩° বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৮৫ শতাংশ। বৃষ্টি হয়নি৷ এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দুই দিনাজপুরেও।

Find Out More:

Related Articles:

Unable to Load More