হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, রায় দিল কর্নাটক হাইকোর্ট। খারিজ হয়ে গেল হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে হাই কোর্টে দায়ের হওয়া সমস্ত পিটিশন। এর ফলে হাই কোর্টে জয় হল রাজ্য সরকারেরই। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন পড়ুয়ারা। হিজাব নিয়ে রায়ের জেরে গোলমালের আশঙ্কা করে কর্নাটক সরকার এক সপ্তাহের জন্য বেঙ্গালুরু শহরে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ম্যাঙ্গালুরুতেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত বড় জমায়েত। হিজাব বিতর্কের ভরকেন্দ্র উদুপিতে মঙ্গলবার বন্ধ সমস্ত স্কুল, কলেজ।
স্বাভাবিকভাবেই আদালতের এই রায় আন্দোলনকারী পড়ুয়াদের কাছে বড় ধাক্কা। আদালতের এই রায়ে অখুশি হিজাব আন্দোলনকারীরা। উল্লেখ্য, আজ হিজাব মামলার রায় উপলক্ষে অশান্তি, গন্ডগোলের আশঙ্কায় আজ হিজাব বিতর্কের ভরকেন্দ্র উদুপিতে সমস্ত স্কুল, কলেজ বন্ধ। এর পাশাপাশি, বেঙ্গালুরুতেও এক সপ্তাহের জন্য বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ম্যাঙ্গালুরুতেও মঙ্গলবার ১৫ মার্চ থেকে শনিবার ১৯ মার্চ পর্যন্ত, ৫ দিন সমস্ত ধরনের বড় জমায়েত বন্ধ।
প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি রিতুরাজ অবস্তি, বিচারপতি কেএস দীক্ষিত এবং বিচারপতি জেএম খাজি অন্তর্বর্তী রায়ে বলেন, ‘‘যত দিন না রায় ঘোষণা হচ্ছে, কর্নাটকে স্কুল, কলেজ খুলতে পারে কিন্তু কোনও পড়ুয়া ধর্মীয় প্রতীকমূলক কোনও পরিধান পরে আসতে পারবেন না।’’ এই মামলায় শুরু থেকে শেষ পর্যন্ত কর্নাটক সরকার বলে এসেছে, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক অনুশীলনের মধ্যে পড়ে না। মঙ্গলবার হাই কোর্টের রায়েও উঠে এল তা। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।