যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

A G Bengali
উত্তর প্রদেশে (Uttar Pradesh) বিজেপির (BJP) ব্যাপক জয়ের জন্য যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আদিত্যনাথ রবিবার ইউপি নির্বাচনের ফলাফলের পরে দিল্লিতে (Delhi) তার প্রথম সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে মোদী টুইট করেছেন, "আজ যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা হয়েছে। উত্তরপ্রদেশ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। গত ৫ বছরে তিনি জনগণের আশা-আকাঙ্খা পূরণে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি নিশ্চিত যে আগামী বছরগুলিতে তিনি রাজ্যকে উন্নয়নের আরও উচ্চতায় নিয়ে যাবেন।" আদিত্যনাথও টুইটারে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি শেয়ার করেছেন এবং তার সঙ্গে দেখা করার জন্য "বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ" কে ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে, আসানসোল এবং বালিগঞ্জ— দুই কেন্দ্রে উপনির্বাচনের আগে পরিচালন কমিটি ঘোষণা করল বিজেপি। আসানসোলের দায়িত্বে থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁকে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিংহ। এ ছাড়াও ওই কেন্দ্রে দায়িত্বে থাকছেন রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো এবং বিদ্যাসাগর চক্রবর্তী। অন্য দিকে, বালিগঞ্জ কেন্দ্রে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সহ-পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন সঞ্জয় সিংহ। এ ছাড়াও সোমনাথ বন্দ্যোপাধ্যায় এবং অশোক দিন্দাকেও এই কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব দিয়েছে দল। দুই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আসানসোলে প্রার্থী হয়েছেন শ্ত্রুঘ্ন সিন্‌হা এবং বালিগঞ্জে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল প্রার্থী ঘোষণা করলেও বিজেপি এখনও ওই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি।

Find Out More:

Related Articles: