করোনা বিধিনিষেধ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল নবান্ন

A G Bengali
করোনা বিধিনিষেধ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিল নবান্ন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, মানুষ ও যানবাহনের যাতায়াত, জমায়েত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধই থাকছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও জরুরি পরিষেবা চালু থাকবে। এদিকে, কোভিড বিধিনিষেধ চালু থাকলেও এখন অনেকেই বোধহয় তা জানেন না। বাসে-ট্রেনে এখন ঘুরছেন বহু মাস্কবিহীন মানুষজন। সোমবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশিকা আগে ছিল সেটাই বলবত থাকছে। ফলে সাধারণ মানুষকে তা মেনে চলতে হবে। অফিস, ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে তার কর্মীদের জন্য কোভিড সেফটির ব্যবস্থা করতে হবে। নিয়মিত স্যানিটাইজেশন সহ করোনা বিধি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে।

রাজ্যবাসী ও প্রশাসনকে স্বস্তি দিয়ে করোনা গ্রাফ অবশেষে নিচের দিকেই নামছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনা দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ জন। দুশ্চিন্তা কমেছে মৃত্যুর। আজ গোটা রাজ্যে মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০,১৫,১০৭ জন। পজিটিভিটি রেট ০.৫০ শতাংশ। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। এখনো পর্যন্ত কলকাতাতেই ১৪ জন সংক্রামিত, তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আজ ১১ জন পজিটিভ। তবে রবিবার করোনা পজিটিভ ছিলেন ২১৫ জন, শনিবার যা ছিল ২৩৬। গতকাল করোনার বলি হয়েছিলেন রাজ্যের ৩ জন। উল্লেখ্য, গতকালের তুলনায় আজ টেস্টও বেশ কম হয়েছে, গতকাল করোনার নমুনা পরীক্ষা হয়েছিল ২৭,৪১১ আজ সেই সংখ্যাটা কমে হয়েছে ১৭৬৯৪। তবে এটা বলা যেতেই পারে ওমিক্রনের তৃতীয় ঢেউ সামলে সুস্থতার পথে বাংলা।

Find Out More:

Related Articles: