দেশের দৈনিক কোভিড সংক্রমণ ফের পৌঁছে গেল দু’লক্ষের দোরগোড়ায়

A G Bengali
দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমন। দেশের দৈনিক কোভিড সংক্রমণ ফের পৌঁছে গেল দু’লক্ষের দোরগোড়ায়। দৈনিক আক্রান্তের সংখ্যা দশ হাজারের কম থেকে এই পর্যায়ে পৌঁছল দু’সপ্তাহের মধ্যে! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ কোটি ৬০ লক্ষ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় (Covid Cases in India) আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। মঙ্গলবারের থেকে বুধবারে সংক্রামিতের সংখ্যা বেড়েছে সাড়ে ২৬ হাজারেরও কিছু বেশি। দৈনিক পজিটিভিটি রেট এখন ১১.০৫ শতাংশ। তবে আশার কথা এটাই যে, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ সারিয়ে সুস্থও হয়ে উঠেছেন বহু মানুষ। ৬০ হাজার ৪০৫ জন সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫৫ হাজার ৩১৯ জন।

অন্যদিকে, ওমিক্রনে (Omicron) সংক্রামিতের সংখ্যাও বেড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ওমিক্রনে সংক্রামিত হয়েছেন ৪০০ জনেরও বেশি।  ভারতে এখন ওমিক্রন আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৮ জন। সারা দেশের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক সেই মহারাষ্ট্রে। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার দুশো পার করে গিয়েছে। সারা দেশের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক সেই মহারাষ্ট্রে। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার দুশো পার করে গিয়েছে। মোট আক্রান্ত ১,২৪১ জন। তবে সুস্থও হয়ে উঠেছেন ৪৯৯ জন।

Find Out More:

Related Articles: