ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ

frame ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ

A G Bengali
ডিসেম্বরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা। বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহান্তে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে। শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের নাম হবে জাওয়াদ। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শনিবার সকালে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। মৎস্যজীবীদের দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যারা সমুদ্রের রয়েছেন তাদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।


অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন আট হাজার ৯৫৪ জন। এর মধ্যে কেরলে আক্রান্ত সাড়ে চার হাজারের বেশি। বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা এখ হাজারের নীচে নেমে গিয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বাদে বাকি সব রাজ্যে তা ৫০০-র নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৯৬ হাজার ৭৭৬। আক্রান্তের পাশাপাশি মঙ্গলবারের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৬৭ জন কোভিড রোগী। এর মধ্যে কেরলেই ১৭৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ২৪৭ জনের।

Find Out More:

Related Articles:

Unable to Load More