হাল্কা শীতের আমেজ রাজ্যজুড়ে

A G Bengali
উত্তুরে হাওয়া দিতেই রাতের তাপমাত্রা বেশ অনেকটাই কমল কলকাতায়৷ তবে ক্রমশ আরও কমবে তাপমাত্রা এমনটাই জানান হয়েছে৷ সপ্তাহ শেষের আগেই রাজ্যে শীতের শিরশিরানি অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত থাকলেও তার প্রভাব এ রাজ্যে পড়বে না বলেই আশা করা যাচ্ছে। তবে বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে। তাই তাপমাত্রার তারতম্য এর প্রভাবে উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়ে আগামী ১৯ ডিসেম্বর পুরভোট হবে কলকাতায়। ২২ ডিসেম্বরের মধ্যে হতে পারে গণনা। কারণ, বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ২২ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে কলকাতার পুরভোট ১৯ ডিসেম্বর হলেও হাওড়ার ভোটের ঘোষণা এখনও করা হয়নি। বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই ভোটের মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা। কলকাতা পুরসভার ভোটে ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৪ ডিসেম্বর প্রার্থীপদ বাতিলের শেষ দিন। ১৯ তারিখ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। ২২ ডিসেম্বর হবে এই ভোটের গণনা। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় ২৫ নভেম্বর থেকেই শুরু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। ফলপ্রকাশের দিন অর্থাৎ ২২ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে তা।

Find Out More:

Related Articles: