নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে তৎপর কেন্দ্র। শুক্রবার এমনটাই জানিয়েছেন খাদ্য এবং সরবরাহ দফতরের (Food & Public Distribution) সচিব সুধাংশু পাণ্ডে (Sudhanshu Pandey)। তিনি বলেন, "ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় শ্রমিক সংকট থাকায় আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলেরও দাম বাড়ছে। কিন্তু ভারতে দাম নিম্নগামী।" তিনি আরও জানান, সরষের তেলের (Mustard Oil) উৎপাদন ১০ লক্ষ মেট্রিক টন বেড়েছে। ফলে খুব শীঘ্রই এর লাভ নজরে পড়বে এবং দামও কমবে। ফলে উৎসবের মরসুমে সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির হাত থেকে মুক্তি পাবে। সরষের তেলের (Mustard Oil) দামও কমবে। এমনকী ডালজাতীয় দ্রব্যের দাম কমাতেও সরকার যে উদ্য়োগী তাও জানান সুধাংশু পাণ্ডে (Sudhanshu Pandey)।
অন্যদিকে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এই সফরে কলকাতার পাশাপাশি দেখাতে নিয়ে যাবে একদা ফরাসি উপনিবেশ হুগলি জেলার চন্দননগরে। নিয়ে যাবে হংসেশ্বরী মন্দিরের শহর বাঁশবেড়িয়ায়। আবার তাঁতের শাড়ির জন্য বিখ্যাত নদিয়ার ফুলিয়ায় গঙ্গা ঘাটে ভিরবে প্রমোদতরী। প্রতিটি জায়গাতেই ভাল হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা হবে বলেও জানানো হয়েছে। এই নভেম্বর থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত মোট দশবার এই প্রমোদতরীতে সফর হবে। আইআরসিটিসি-র ওয়েবসাইট অনুসারে আগামী ৫ ও ২৬ নভেম্বর, ১৭ ও ২৪ ডিসেম্বর শুরু হবে প্রমোদতরীর যাত্রা। আগামী বছরের প্রথম তিন মাসে ৭ ও ১৪ জানুয়ারি, ১৪ ও ১৮ ফেব্রুয়ারি, ৪ ও ২৫ মার্চ প্রমোদতরীতে চড়া যাবে।