প্রার্থীর দেহ নিয়ে বিজেপি-র বিক্ষোভে মন্তব্য মমতার

A G Bengali
মানস ওরফে ধূর্জটি ‘ভোট পরবর্তী হিংসা’র শিকার এই অভিযোগেই মমতার বাড়ির কাছে মাটিতে বসে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অর্জুন সিংহের মতো বিজেপি নেতারা। বৃহস্পতিবার রাতে ওই ধুন্ধুমার যখন চলছে, তখন মমতা একটি কথাও বলেননি। বললেন শুক্রবার। ভবানীপুরের ভোট প্রচারের মঞ্চে নাম না করেই বিজেপি-কে বললেন, ‘‘তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি? ভাল হবে!’’

বিজেপি শাসিত রাজ্যগুলির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন নেত্রী। বলেন,''কাল অসমে কী করেছে! কত লোককে এনআরসি-র নামে খুন করেছে। ফায়ারিং করে খুন করে ডেডবডির উপরে নাচছো! লজ্জা করে না। আর বাংলার মানবাধিকার নিয়ে প্রশ্ন করছো। আজও দিল্লিতে কোর্টে তিন জন মারা গিয়েছে গুলিতে। ইউপি-তে কোনও আইন আছে! না বিহারে কোনও আইন আছে! বিজেপি শাসিত রাজ্যে কোনও আইন নেই।'' ভোটের পরবর্তী হিংসার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য,''হিংসায় উন্মত্ত বিজেপি। প্রতিদিন গুন্ডামি করছে। নিজের বাড়িতে নিজে বোম মারছে। আর টিভিতে বলছে আমায় বোমা মেরেছে। কে মারবে রে তোকে? তোর গায়ে ছুঁতেই লজ্জা লাগে। তৃণমূল গুন্ডাদের দল নয়। আগে সিপিএমের আমলে ভোট দিতে গেলে বোমা নিয়ে তাড়া করত। বড় বড় বাড়িগুলি তালা দিয়ে দিত। দেখেননি আপনারা? কলকাতার মানুষ সাক্ষী। ৩০ বছর সিপিএমের সঙ্গে লড়তে পারলে তোমাদের বিরুদ্ধেও লড়তে পারি। ভ-এ ভবানীপুর, ভ-এ ভারতবর্ষ। ভয় দেখিয়ে চমকে লাভ নেই। আমরা লড়াই করি। এজেন্সির ভয় পাই না। জেলে যাব তবু আত্মসমর্পণ করব না।''

Find Out More:

Related Articles: