দেশে আরও কমল দৈনিক সংক্রমণ

A G Bengali
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। যা শনিবারের তুলনায় ১০.১৮ শতাংশ কম। তবে মৃত্যুর সংখ্যায় ওঠানামার খেলা চলছেই। শনিবার এক ধাক্কায় চারশোর নীচে নেমে গিয়েছিল সেই সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় তা আবার বেড়ে ৪০৩ হয়েছে। কেরল নিয়ে এখনও চিন্তা রয়েই গিয়েছে কেন্দ্রের। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন সংক্রমণের ৫০ শতাংশেরও বেশি হয়েছে এই রাজ্য থেকে। ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। তার পরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৭৫।

অন্যদিকে, রবিবারে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও রাজ্যজুড়ে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, জানিয়েছে হাওয়া অফিস। আজ মূলত মেঘলাই থাকবে আকাশ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই রাজ্যে এখনই বৃষ্টি কমার লক্ষণ নেই। বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে৷ সোম ও মঙ্গলবার অতিবৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা বৃদ্ধি পাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও বৃষ্টির ইঙ্গিত রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Find Out More:

Related Articles: